কালো তালিকাভুক্ত ৫৬টি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তিতাস

তিতাস গ্যাস কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

কালো তালিকার আওতাভুক্ত এমন ৫৬টি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ মার্চ) তিতাসের উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদার কো-অপ্ট সদস্য কাওসার আহমেদ এবং ঠিকাদার নিয়ন্ত্রণের সদস্য সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ৫৬টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তি বাতিল করে কালো তালিকার আওতাভুক্ত করা হয়।

কালো তালিকার আওতাভুক্ত ৫৬টি ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে – মেসার্স হুমায়ন এন্টারপ্রাইজ, মেসার্স রিজিয়া গ্যাস সার্ভিসেস, মেসার্স স্বদেশ এন্টারপ্রাইজ, মেসার্স শুভ এন্টারপ্রাইজ, মেসার্স এ আর মেসার্স এন্টারপ্রাইজ, মেসার্স সুপারসিক অ্যাপোলো, মেসার্স রায়হান গ্যাস, মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, মেসার্স মেট্রো কন্সট্রাকশন কোং, মেসার্স রিয়াদ গ্যাস কোং।

মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েট, মেসার্স খান ট্রেডার্স, মেসার্স জিয়া এন্টারপ্রাইজ, মেসার্স নিপা এন্টারপ্রাইজ, মেসার্স জনতা কর্পোরেশন, মেসার্স আপন এন্টারপ্রাইজ, মেসার্স চৌধুরী কন্সট্রাকশন কোং, মেসার্স হুসাইন এন্টারপ্রাইজ, মেসার্স জহির ইঞ্জিনিয়ারিং, মেসার্স মা ইন্টারন্যাশনাল।

মেসার্স আল জাবলে নূর কন্সট্রাকশন কোং, মেসার্স আল মদিনা গ্যাস সার্ভিসেস, মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল, মেসার্স কাজী এন্টারপ্রাইজ, মেসার্স এম এ আর গ্যাস কন্সট্রাকশন কোং, মেসার্স মামুন এন্টারপ্রাইজ, মেসার্স আশা এন্টারপ্রাইজ, মেসার্স বিহান ইঞ্জিনিয়ার্স, মেসার্স এফ রহমান অ্যান্ড সন্স, মেসার্স এস ইসলাম এন্টারপ্রাইজ।

মেসার্স রহমান সন্স, মেসার্স উদয়ন এন্টারপ্রাইজ,মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ, মেসার্স মিরাজ ব্রাদার্স, মেসার্স সৈয়দাবাদ ইন্টারন্যাশনাল, মেসার্স এ হোসেন এন্টারপ্রাইজ, মেসার্স প্রান্তিক কন্সট্রাকশন, মেসার্স ভূঁইয়া গ্যাস সার্ভিস, মেসার্স ঝুমুর এন্টারপ্রাইজ, মেসার্স স্মৃতি এন্টারপ্রাইজ।

মেসার্স এফ এম ইন্টারন্যাশনাল, মেসার্স চাচা ভাতিজা গ্যাস কোং, মেসার্স মজুমদার গ্যাস সার্ভিস, মেসার্স শফি এন্টারপ্রাইজ, মেসার্স আনোয়ার গ্যাস সার্ভিস, মেসার্স ফাহিম কনস্ট্রাকশন, মেসার্স জননী এন্টারপ্রাইজ, মেসার্স সামি এন্টারপ্রাইজ, মেসার্স আল উদ্দিন এন্টারপ্রাইজ।

মেসার্স সালসাবিল এন্টারপ্রাইজ, মেসার্স সুমাইয়া করপোরেশন, মেসার্স জে কে করপোরেশন, মেসার্স জনপ্রিয় গ্যাস কোং, মেসার্স আনন্দ গ্যাস সার্ভিস, মেসার্স এ এম এন্টারপ্রাইজ এবং মেসার্স রানা ইঞ্জিয়ারিং কোং-কে কালো তালিকাভুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে তালিকা প্রণয়ন করেছে তিতাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.