নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় তিতাস গ্যাস কোম্পানির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ১ এপ্রিল, ২ এপ্রিল ও ৯ এপ্রিলে যে নিয়োগ পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে।
তিতাসের জনসংযোগ বিভাগের পরিচালক মির্জা মাহবুব হোসেন মঙ্গলবার বলেন, “পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, আগামী ১ এপ্রিল, ২ এপ্রিল ও ৯ এপ্রিল নবম ও দশম গ্রেডে নিয়োগের লিখিত পরীক্ষার যে সূচি ছিল, স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
তিতাসের মানব উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক আবু সালেহ মাহমুদ শরীফ জানান, তিন দিনের পরীক্ষায় প্রায় ৭২ হাজার চাকরিপ্রার্থী অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন।
Be the first to comment