নিউজ ডেস্ক :
আগামীকাল ১০ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।
তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) আগামী ১০ হতে ১১ এপ্রিল রাত ১০ টা পর্যন্ত বাগরাবাদ সিদ্দিরগন্জ্ঞ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগন্জ্ঞ, মুন্সীগন্জ্ঞ, সোনারগাও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে।
প্রসঙ্গত, এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরী ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জবাসি।পরে বেলা ৫টা নাগাদ গ্যাস সরবরাহ শুরু করা হলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হয় রাত নয়টার পরে।
Be the first to comment