নিউজ ডেস্ক :
দেশে বিদ্যুৎ উৎপাদনে আবার নতুন রেকর্ড হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) রাত ৯টায় এযাবতকালের সর্বোচ্চ ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।
এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত ১৫ এপ্রিল।
গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই ১৩ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে পিডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন।
Be the first to comment