নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ের আগেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। এডিপি বা আরএডিপি বাস্তবায়নের শতভাগ অর্জন যেন কাঙ্ক্ষিতভাবেই হয়, সেই চেষ্টা থাকতে হবে।’
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইনে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর জুলাই, ২০২০ থেকে মার্চ, ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন তিনি।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দফতার প্রধানরা বক্তব্য রাখেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিভাগের কাজের প্রচার বাড়াতে হবে। সোস্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া (রেসপন্স) নেই বললেই চলে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এডিপি বাস্তবায়নের অগ্রগতি এখন পর্যন্ত ভালোই বলা চলে।’
২০২০-২১ অর্থবছরে বিদ্যুৎ বিভাগ ৯৮টি প্রকল্প বাস্তাবায়ন করছে, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ৮২টি, টি.এ. প্রকল্প ১০টি এবং নিজস্ব অর্থায়নের ৬টি প্রকল্প রয়েছে। এডিপিতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৭৬৮ দশমিক ২২ কোটি টাকা। মার্চ, ২০২১ পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ হাজার ৫০৩ দশমিক ৩৮ কোটি টাকা। আর্থিক অগ্রগতি ৫৪ দশমিক ৭০ ভাগ ও ভৌত অগ্রগতি ৬১ দশমিক ৯৭ ভাগ হয়েছে। জাতীয় অগ্রগতি ৪১ দশমিক ৯২ ভাগ।
Be the first to comment