নিউজ ডেস্ক:
গাজীপুরে কড্ডা বিদ্যুতের সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে শুধু আন্ডারগ্রাউন্ডের লাইনের তার পুড়ে গেছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (টেকনিক্যাল) মো. জাহিদুল ইসলাম জানান, কড্ডা পাওয়ার গ্রিডে আগুন লেগে বিদ্যুতের তার পুড়ে গেছে।
এতে বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে অন্য উপায়ে বিদ্যুৎ সরবরাহ চেষ্টা করা হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Be the first to comment