ময়মনসিংহ-আশুগঞ্জ সঞ্চালন লাইনের সোর্স পয়েন্টে সমস্যার কারণে জেলার বেশিরভাগ এলাকায় রবিবার (২৩ মে) সন্ধ্যা ছয়টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
সরবরাহ বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের পিজিসিবি নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক।
তিনি জানান, আশুগঞ্জ বিদ্যুৎ প্লান্ট সঞ্চালন লাইনের সোর্স পয়েন্টে সমস্যা দেখা দেওয়ায় সন্ধ্যার পর থেকে ময়মনসিংহের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ ও সোলার প্রকল্প থেকে কিছু বিদ্যুৎ বিকল্প লাইনের মাধ্যমে সরবরাহ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় পালাক্রমে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রাত ১২টার মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে জানান তিনি।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ ১৩ উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৫৫০ মেগাওয়াট
Be the first to comment