নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে ২২.২৫ কোটি টাকা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত ছিলেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিভাগের অধীন দপ্তর-কোম্পানি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা ও বিপিসির কোম্পানিগুলো হতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুদান সংগ্রহ করা হয়েছে। তহবিল দুটিতে বিদ্যুৎ বিভাগ এর অধীনস্থ দপ্তর-কোম্পানিগুলো থেকে হতে ৫ কোটি টাকা করে দু’টি তহবিলে মোট ১০ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ কোম্পানিগুলো থেকে হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে ৭ কোটি টাকা ও করোনা সহায়তা তহবিলে ৫.২৫ কোটি টাকা করে মোট ১২.২৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
Be the first to comment