তিতাসের ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস কোম্পানি

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চারটি গ্রামে তিতাস গ্যাসের প্রায় পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার এবং বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় ২৫ মিটার অবৈধ গ্যাসের পাইপ লাইন অপসারণ করা হয়। অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলীসহ বন্দর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ধামগড় ইউনিয়নের চাপাতলি, রাশপাড়া, বাংটিপাড়া ও কুঁড়িপাড়া গ্রামের এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি যোগদান করার পর থেকে এ পর্যন্ত মোট ৫২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। ’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.