নিজস্ব প্রতিবেদক :
সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানির অনুমোদন
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৪ জুলাই) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বাড়াতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে সুইজারল্যান্ডের এম/এস. এওটি ট্রেডিং এজির কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৪৩৬ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২০৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম পড়েছে ১৩ দশমিক ০৬৮ ডলার।’
অর্থমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, স্বাস্থ্য সেবা বিভাগের দুইটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবের মধ্যে সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪ হাজার ৫৪১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৭৯৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৭৫২ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৪৪৩ টাকা এবং দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক, ভারত থেকে ঋণ ৩ হাজার ৭৮৮ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকা।
Be the first to comment