রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিয়্যাক্টর ভবনের ডোম স্থাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক:
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের আভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের ষষ্ঠ টায়ার স্থাপন সম্পন্ন হয়েছে।

৪৪ মিটার ব্যাসার্ধ এবং ১৮৫ টন ওজনের এই ধাতব কাঠামোকে রিয়্যাক্টর ভবন কন্টেইনমেন্টের সিলিন্ডার আকৃতির অংশে +৪৪.১০০ উচ্চতায় স্থাপন করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রোসাটমের প্রকৌশল শাখা এএসই জেএসসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকারী প্রতিষ্ঠান। রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কাজটি ট্রেস্ট রোসাটমের বাংলাদেশ শাখার বিশেষজ্ঞরা ১৩৫০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন ভারী ক্রলার ক্রেনের মাধ্যমে সম্পন্ন করেছে ৷ এর আগে ১৫টি স্টিল কেবল বিশিষ্ট একটি বিশেষ বিম স্থাপন করা হয়।

এএসই জেএসসির ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ডাইরেক্টর অ্যালেক্সি ডেইরি বলেন, আভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের তিনটি টায়ারের প্রথমটি অ্যাসেম্বল করা হয়েছে।

এর পরের ধাপে নকশা অনু্যায়ী বাকি দু’টি টায়ারকে রিয়্যাক্টর ডোম কন্টেইনমেন্টে প্রি-অ্যাসেম্বল করা। এই কাঠামোগুলোকে ঝালাইয়ের সঙ্গে সংযোজনের কাজ শেষ হওয়া মাত্রই আমরা ডোম-এ কনক্রিটের ঢালাই শুরু করবো।
এই কাজের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়। রিয়্যাক্টর ভবনের তিন টায়ারের এই মেটাল ইউনিটকে পাওয়ার ইউনিটের অদূরে বিশেষ স্লিপওয়েতে ১৮৫ টন এবং ১৯১ টনে প্রি-অ্যাসেম্বল করা হয়।

রোসাটমের প্রকৌশল শাখার নকশার অনুযায়ী এটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পে মোট ২টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ টাইপের জেনারেশন থ্রি প্লাস চুল্লি থাকছে এবং এগুলোর জীবনকাল ৬০ বছর, যা পরে আরো ২০ বছর বাড়ানো যেতে পারে। এই ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর রাশিয়ার নভোভোরোনেস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে সফলভাবে ব্যবহার করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.