টেক ডেস্ক:
ভিভো বাজারে আনছে ওয়াই সিরিজের এক নতুন সংযোজন- ভিভো ওয়াই৫৩এস। মজার ব্যাপার, স্টাইলিস এই স্মার্টফোনটির ৮ জিবি র্যামকে বাড়ানো যাবে ১১ জিবি পর্যন্ত; আর ১২৮ জিবি’র মেমরি বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।
এর ফলে এখন থেকে ফোনে ইচ্ছেমতো অ্যাপ রাখা, একাধিক ওটিটি প্ল্যাটফর্মে হারিয়ে যাওয়ার পাশাপাশি প্রিয় গেমটি টানা চালিয়ে যাওয়া যাবে। আর থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সুবিধাও।
ভিভো ওয়াই সিরিজের নতুন ফিচার সম্বলিত ভিভো ওয়াই৫৩এস ১০ আগস্ট পর্যন্ত প্রি-অর্ডার দেওয়া যাবে। ১১ তারিখ বাজারে পাওয়া যাবে।
স্মার্টফোনটির পেছনে একটি ত্রিমাত্রিক ক্যামেরা সেটআপ আছে, যাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোরট্রেইট ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা।
ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। দাম পড়বে ২২ হাজার ৯৯০ টাকা।
Be the first to comment