নিউজ ডেস্ক :
সিঙ্গেল পোল ট্রান্সফারমার স্থাপন করার প্রক্রিয়া উদ্ভাবন করায় বিদ্যুৎ বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ে প্রথম স্থান অর্জন করেছে ডিপিডিসি।
প্রথম স্থান অর্জন করায় ২৯ আগস্ট বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
গতানুগতিক নতুন বিদ্যুৎ সংযোগ, লোড বৃদ্ধি ও ৮০ কি.ও. লোড পর্যন্ত এলটিতে সংযোগ দেয়ায় প্রতিনিয়ত ট্রান্সফারমার স্থাপন বৃদ্ধি পাওয়ায় ঢাকা শহরে জায়গার সংকট দেখা দিচ্ছে। সরু রাস্তায় দুই পোলে ট্রান্সফারমার স্থাপন করা একদিকে কষ্টসাধ্য ও রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটে। অপরদিকে বাড়ির কাছাকাছি ট্রান্সফারমার স্থাপনে অগ্নিকাণ্ড ঘটার সম্ভবনা থাকে। এছাড়াও, দুই পোলে ট্রান্সফারমার স্থাপনে অধিক সময় লাগায় শাটডাউন দীর্ঘায়িত হওয়ার ফলে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পায় এবং দুই পোলে ট্রান্সফারমার স্থাপনের খরচও বেশি।
দুই পোল ট্রান্সফারমার স্থাপনে প্রায় ৫০ বর্গফুট জায়গা প্রয়োজন হয়, যেখানে সিঙ্গেল পোল ট্রান্সফারমার স্থাপনে ২৫ বর্গফুট জায়গা লাগবে। ফলে যানজট হ্রাস পাবে ও গ্রাহক সন্তুষ্টি অর্জন হবে। সিঙ্গেল পোল ট্রান্সফারমার বাড়িঘর বা স্থাপনার বিপরীত দিকে ট্রান্সফারমার স্থাপন করা যায় বিধায় গ্রাহক অধিকতর নিরাপদ থাকবেন এবং অগ্নিকাণ্ডে দুর্ঘটনা কমবে। তাছাড়া ট্রান্সফারমার স্থাপনে সময় কম লাগবে বিধায় শাটডাউন হ্রাস পাবে ও গ্রাহক সন্তুষ্টি অর্জন হবে।
Be the first to comment