ডেস্কটপ সার্চে ডার্ক মোড আনলো গুগল

টেক ডেস্ক :
ডেস্কটপ সার্চের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে এলো গুগল। পরিবর্তনটি প্রথম চেখে পড়েছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু এবার এটি আনুষ্ঠানিভাবেই এসেছে এবং সবার জন্যই আসছে।

গুগল বলছে, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই” ফিচারটি পৌঁছে যাবে ব্যবহারকারীদের হাতে। নিজেদের ‘প্রোডাক্ট সাপোর্ট ম্যানেজার’ আপডেটের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ব্যবহারকারীরা চাইলে সেটিংস> সার্চ সেটিংস> অ্যাপিয়ারেন্স থেকে ‘ডার্ক’ নির্বাচন করে দিতে পারবেন। এ ছাড়াও রয়েছে ‘ডিভাইস ডিফল্ট’ বিকল্প, যা ডিভাইসের চলতি সেটিংস অনুসারে স্বয়ংক্রিয়ভাবে থিম আপডেট করে নেবে।

ডেস্কটপ সার্চে ডার্ক থিম চলে এলেও, সবার এটি হাতে পেতে কয়েক দিন বা সপ্তাহ সময় লাগতে পারে বলে উল্লেখ করেছে ৯টু৫গুগল। সাইটটি আরও জানিয়েছে, অনেক ব্যবহারকারী ‘সান আইকন’ দেখতে পাচ্ছেন, সেটিংস পেইজে না গিয়ে সেটি চালু-বন্ধ করেই থিম পরিবর্তন করতে পারছেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.