এলপিজি এবং অটোগ্যাসের মূল্য সমন্বয়ে শুনানি শুরু হচ্ছে

এলপিজি সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক :
এলপিজির মূল্য সমন্বয়ে ২১৩ দিনের মাথায় ফের গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি)। প্রথম বার দাম নির্ধারণের পর ৩৬৫ দিন না ঘুরতে আবারও শুনানি হতে যাচ্ছে।

বেলা ১১টায় রাজধানীর শুরু করতে যাচ্ছে এই শুনানি। বছরের শুরুতে ১২ জানুয়ারি প্রথমবারের মতো এলপিজি নিয়ে গণশুনানি করে কমিশন। এরপর ১২ এপ্রিল প্রথমবার সৌদি সিপি অনুসরণ করে এলপিজির দাম নির্ধারণ করে কমিশন।

তবে সেই দামের বিষয়ে ব্যবসায়ীদের আপত্তির প্রেক্ষিতে আবারও এই শুনানির আয়োজন করা হয়েছে। প্রথমবার দর নির্ধারণের পর এলপিজি মজুদকরণ ও বোতলজাত করণ চার্জ, পরিবেশক এবং খুচরা বিক্রেতা চার্জের বিষয়ে আপত্তি তুলেছে এলপিজি ব্যবসায়ীরা। দেশের ১৮টি এলপিজি বিপণন কোম্পানি এসব বিষয়ে ইআরসি বেধে দেয়া চার্জ পরিবর্তনের আবেদন করেছে। কমিশন সেই আপত্তি গণশুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে চায়।

এই শুনানিতে দেশে এলপিজি এবং অটোগ্যাসের (পরিবহনে ব্যবহৃত এলপিজি) দাম খানিকটা বৃদ্ধির শঙ্কা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.