নিজস্ব প্রতিবেদক :
বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সংকট দেখা দেয়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হতে পারে বলে মন্ত্রণালয় সুত্র জানায়।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন ৬ ঘন্টা সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং করা হবে। এলএনজি আমদানির পর থেকে ২৪ ঘন্টায় সিএনজি স্টেশন চালু ছিল। তবে সাম্প্রতিক সময়ে গ্যাস সংকট দেখা দেয়। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন না হওয়াতে দেশে কোথাও কোথাও লোডশেডিং করতে হচ্ছে।
প্রসঙ্গত, এই দাম কার্যকর করতে আগামীকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারওয়ান বাজারের পেট্রোবাংলার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।
Be the first to comment