নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল (১৫ সেপ্টম্বর) থেকে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং হচ্ছে না। গতকাল ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৈনিক ৬ ঘন্টা গ্যাস রেশনিং করার সিদ্ধান্ত জানায়। তবে বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পেট্রোবাংলা আজকের বৈঠকে নেবে বলেও মন্ত্রণালয় জানায়। আজ পেট্রোবাংলায় সিএনজি ওনার্স এসোসিয়েশনের সঙ্গে বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। পেট্রোবাংলা বলছে এ বিষয়ে আবারও বৈঠক করার পর সিদ্ধান্ত নেয়া হবে।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়াতে এখন স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রাখতে চায় সরকার। ৪৫ দিনের জন্য এলএনজি কেনায় বিরতি দিতে চায় তারা। ফলে এই সময়ে দেশীয় গ্যাসের পাশাপাশি কাতার এবং ওম্যান থেকে আমদানি করা এলএনজি দিয়ে চলার চেষ্টা করা হবে।
পেট্রোবাংলার বৈঠকের পর পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) আলী মো. আল মামুন সাংবাদিকদের বলেন, বিশ্ব বাজারে এলএনজির দাম বাড়ার কারণে আপাতত আমদানি কিছুটা কমানো হয়েছে। সঙ্গত কারণে সিএনজিতে গ্যাস রেশনিং করা হচ্ছে। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সিএনজি ওনার্স এসোসিয়েশন প্রতি দিন তিন ঘন্টা করে ২ মাসের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানাবো, মন্ত্রণালয় বৈঠক করে যে সিদ্ধান্ত নেবে সেটিই চুড়ান্ত।
Be the first to comment