নিজস্ব প্রতিবেদক :
গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে শিগগির প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধে এ সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে নিজস্ব অর্থায়নে এই কাজের নির্দেশনা দিয়েছে কমিটি।
সূত্র জানায়, বৈঠকে বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক রাখতে সন্ধ্যা ছয়টা থেকে চার ঘণ্টা সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এ আলোচনার সূত্রে কমিটি গ্যাসের আবাসিক গ্রাহকদের দ্রুত প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করে।
আজ স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন, খালেদা খানম ও নার্গিস রহমান।
Be the first to comment