বিনোদন প্রতিবেদক :
দেশের জনপ্রিয়তম অভিনেতা মোশাররফ করিম। দেশের বাইরেও তা-ই। এই জাঁদরেল অভিনেতা চলতি বছরই ‘মহানগর’ নামের ওয়েব সিরিজ দিয়ে অনলাইনে ঝড় তুলেছিলেন।
এবার আসছেন ওয়েব ফিল্মে। আর তা ভিন্ন এক চরিত্র- দালাল হিসেবে। ছবিটির নামও ‘দ্য ব্রোকার’। ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের জন্য এটি তৈরি করেছেন আবু হায়াত মাহমুদ। আগামী ১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।
পরিচালক বললেন, ‘সপ্তাহ দুয়েক আগে কাজটি শেষ করেছি। এখন শুধু মুক্তির অপেক্ষা। আশা করি, আগামী ১ তারিখে এই প্রিয় অভিনেতাকে অন্যভাবেই পাবেন ভক্তরা।’
‘গুলশান এলাকার বাসাবাড়ি পরিবর্তন ও ইন্টেরিয়রের মতো বিভিন্ন কাজের ব্রোকার মোশাররফ করিম। অর্থের জন্য অনৈতিক কাজও হাসিল করে দেন। আর সে কারণেই শেষ দিকে এসে মানসিক পরিবর্তন হতে শুরু করবে এই অভিনেতার’—এভাবেই এর গল্পটা বললেন আবু হায়াত মাহমুদ।
‘দ্য ব্রোকার’ ৪৫ মিনিট দৈর্ঘ্যের একটি ওয়েব কনটেন্ট। যেখানে মোশাররফ করিম ছাড়া আরও রয়েছেন নাজিয়া হক অর্ষা, শহীদুল্লাহ সবুজ, মীর রাব্বিসহ আরো অনেকে।
Be the first to comment