নিউজ ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমবন্টন নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকরি অবদান রাখবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নবায়ণযোগ্য উৎস হতে বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র করা দূরহ। তাই উন্নত প্রযুক্তি অন্বেষণে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক এনার্জি চার্টার সেক্রেটারিয়েট -এর উদ্যোগে আয়োজিত বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ‘এনার্জি ইনভেস্টমেন্ট রিস্ক এসেসমেন্ট রিপোর্ট -২০২১’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক এনার্জি চার্টার সেক্রেটারিয়েট -এর মহাসচিব ডঃ আরবান রুশনাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইয়েমেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ডঃ আনোয়ার মোহাম্মাদ কালশত, কলম্বিয়ার খনি ও জ্বালানি মন্ত্রী ডিয়েগো মেসা, দক্ষিণ সুদানের জ্বালানি ও বাঁধ মন্ত্রী পিটার মার্সেলো নাসির জেলেঞ্জ ও নাইজেরিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডঃ ক্রিস্টোফার ওগবোনায়া ওনু সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুতের সম্ভাবনাই বেশি। কিন্তু জমি বেশি লাগে বিধায় সৌরবিদ্যুতের জন্য উদ্ভাবনী সমাধান প্রয়োজন। যদিও আমরা ছাদে সৌর এবং ভাসমান সৌর বিদ্যুতের দিকে এগুচ্ছি। ছাদ সৌরবিদ্যুৎকে জনপ্রিয় করার জন্য নেট মিটারিং সিস্টেম প্রবর্তন করা হয়েছে। বায়ু বিদ্যুৎ নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। বায়ুর ম্যাপিং নয়টি সাইটে করা হয়েছে এবং খুব শীঘ্রই অফশোর বায়ুর সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে। প্রতিমন্ত্রী এসময় বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ঝুঁকি বেশি। তা নিরসনে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেয়া আবশ্যক।
Be the first to comment