ক্রীড়া প্রতিবেদক:
ক্লাব কাপ হকির গ্রুপ পর্বে জয়ের ধারাবাহিকতায় থাকল মেরিনার ইয়াংস। সোনালী ব্যাংককে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল দলটি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার সোনালী ব্যাংককে ১০-০ গোলে উড়িয়ে দেয় মেরিনার্স। অভিষেক ৪টি, মিলন হোসেন ৩টি গোল করেন। বাকি তিন গোলদাতা সোহানুর রহমান, হার্সদিপ কাপুর ও সুজিৎ সিং।
বাংলাদেশ স্পোর্টিংকে ৭-২ গোলে হারিয়ে এ প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে ৯-০ ব্যবধান জিতেছিল মেরিনার্স। আগামী ১৪ অক্টোবর সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ মোহামেডানের।
মেরিনার্সের কাছে হারলেও গ্রুপ রানার্সআপ হিসেবে সেরা চারে জায়গা করে নেওয়া সোনালী ব্যাংক অপর সেমি-ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের সেরা আবাহনীর বিপক্ষে।
মেরিনার্সের বিপক্ষে ম্যাচে মোহামেডান পাবে না রাসেল মাহমুদ জিমিকে। পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে মারামারি করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
Be the first to comment