বিদেশ ডেস্ক:
রেকর্ড পরিমাণ বৃদ্ধির পর তেলের দামে লাগাম টানতে শুল্ক কমিয়েছে ভারত। এর ফলে বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ভারতে কমবে তেলের দাম। দিওয়ালি উৎসবের আগের দিন সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারত সরকার খুচরা তেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোয় রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৬.০৭ রুপি কমে বিক্রি হচ্ছে ১০৩.৯৭ রুপিতে। ডিজেলের দাম ১১.৭৫ রুপি কমে ৮৬.৬৭ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এর আগে বুধবার ভারতে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ দাম যথাক্রমে ১১০.০৪ রুপি ৯৮.৪১ রুপিতে বিক্রি হয়।
আবগারি শুল্ক কমানোয় ভারত সরকারের এক বছরে ক্ষতি হবে ১.৪ লাখ কোটি রুপি।
মুম্বাইয়ে বর্তমানে এক লিটার পেট্রোলের দাম ১০৯.৯৮ এবং ডিজেল প্রতি লিটার ৯৪.১৪ রুপি। চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০২ রুপির নিচে নেমেছে আর বর্তমানে ১০১.৪০ রুপিতে বিক্রি হচ্ছে। আর ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৪৩ রুপি।
রাষ্ট্রীয় তেল শোধনকারী কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, ভারতের চারটি মেট্রো শহরের মধ্যে তেলের দাম সবচেয়ে বেশি মুম্বাইয়ে। ভ্যাট যুক্ত হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে তেলের দাম ভিন্ন হয়ে থাকে।
ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম দৈনিক ভিত্তিতে তেলের দাম পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা হয়। পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন আসলে তা প্রতিদিন সকাল ছয়টা থেকে কার্যকর হয়।
ইরান ও ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনা ফের শুরুর তারিখ ঘোষিত হওয়ার পর বিশ্ব জুড়ে কমতে শুরু করেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে।
Be the first to comment