নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক শ্রমিকরা।
আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক, লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এ অবস্থায় গাড়ি চালানো সম্ভব না। মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। আমরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন বলেছে, শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে।
Be the first to comment