মফস্বল ডেস্ক:
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজ বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহাজটির আরও ৭ কর্মী দগ্ধ হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে সাগর নন্দিনী-৩ নামে জাহাজটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. কামরুজ্জামান (৪৫)। তিনি জাহাজটি সুকানি ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে ওই জাহাজটি বিস্ফোরিত হলে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, আহত ব্যক্তিরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সকালে ইঞ্জিনকক্ষের জেনারেটর চালু করার সময় আগুন লাগে। পুরো জাহাজে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জাহাজটিতে সাড়ে আট লাখ লিটার ডিজেল ছিল।
Be the first to comment