কয়লা চালিত ৫ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলো ভারত

বিদেশ ডেস্ক:

ভয়াবহ বায়ু দূষণ মোকাবিলায় রাজধানী দিল্লির পাশে অবস্থিত পাঁচটি কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বায়ু দূষণ রোধ বিষয়ক প্যানেলের এক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের ঘোষণায় অত্যাবশ্যকীয় নয় এমন পণ্য পরিবহনকারী ট্রাকের দিল্লি ও আশেপাশের শহরগুলোতে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, বায়ু দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

দিল্লির বায়ু দূষণের মাত্রা এই মাসে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি সূচকে দিল্লির দূষণের মাত্রা ৫০০ স্কেলের মধ্যে ৪৯৯। এই মাত্রার দূষণে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে অন্যতম দিল্লি। প্রতিবছর শীতের শুরুতে তাপমাত্রা নামতে থাকলে দিল্লিতে তীব্র কুয়াশা তৈরি হয়। শহরের বাইরের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, যানবাহনের ধোঁয়া এবং উন্মুক্ত ভাবে বর্জ্য পোড়ানোয় এই দূষণ তৈরি হয়।

বায়ু দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় দিল্লি সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে। তবে কমিশন জানিয়েছে, এই মেয়াদ আরও বাড়তে পারে। কমিশন জানিয়েছে, অন্তত ৫০ শতাংশ সরকারি কর্মচারি ২১ নভেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.