নিউজ ডেস্ক :
সাভারের আশুলিয়ায় এক কিলোমিটার ব্যাপী পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ বুধবার (১৭ নভেম্বর) সারাদিন ব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশ বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতাস গ্যাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি টিমের সদস্যরা। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. রবিউল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন
Be the first to comment