বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশে কাজে আগ্রহী যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক :
বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী তারিক আহমেদ।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে যোগ দিতে আসা যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী আজ বুধবার (১৭ নভেম্বর) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, তারা জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করেছেন।

তারিক সবুজ জ্বালানির উপর গুরুত্বারোপ করে বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুৎসহ এ অঞ্চলে সবুজ জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক গ্রিড প্রতিষ্ঠার মাধ্যমে জলবিদ্যুৎ বিতরণ করা যেতে পারে।

তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি।”

তারিক আহমেদ সৌর বিদ্যুতের উপর গুরুত্বারোপ করলে শেখ হাসিনা সেক্ষেত্রেও কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গারা তাদের দেশ মিয়ানমারে ফেরত যাক, সেটা যুক্তরাজ্যও চায় বলে তারিক জানিয়েছেন।

কক্সবাজারে শরণার্থী শিবিরে গিয়ে শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা শোনার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গারা তাদের ক্যাম্পে গোলযোগের জন্য নিজেদের লোকদেরই দায়ী করেছেন।

শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীকে বলেন, দেশে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের যাতে বোঝা হিসেবে গণ্য না করা হয় সেজন্য বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের কাজ, শিক্ষা ও প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে কাজ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

বৈঠকে মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.