নিজস্ব প্রতিবেদক :
দুই দশকের প্রচেষ্টায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ক্রয় চুক্তি (পিপিএ) করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য দিয়ে চলবে কেন্দ্রটি। আমিন বাজারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করবে চীনা মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি)।
প্রতিদিন তিন হাজার টন বর্জ্য পুড়িয়ে কেন্দ্রটি সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কেন্দ্রটি থেকে বিপিডিবি ২১ সেন্টে বা ১৮ টাকা ৩০ পয়সাতে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে। দীর্ঘ ২৫ বছরের জন্য সই হওয়া ক্রয় চুক্তিতে নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্ট হিসেবে কেন্দ্রর বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রটি বিদ্যুৎ দিতে পারলেই শুধু পিডিবি অর্থ পরিশোধ করবে। এরজন্য আলাদা করে আইপিপি বিদ্যুৎ কেন্দ্রর মতো কোন ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে না।
বিএনপি সরকারের সময় থেকেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়। তখন পাওয়ার সেলের অধীনে এ বিষয়ে কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। এর পর বিডিবি আলাদা করে কাজটি করার উদ্যোগ নিলে সিটি কর্পোরেশন বাগড়া দেয়। বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের মধ্যে বিরোধের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করা হয়। ওই কমিটির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। তবে এর আগে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করে। তবে পরে আর সেটি আলোর মুখ দেখিনি।
বর্জ্য পুড়িয়ে কেন্দ্রটি গ্যাস উৎপাদন করবে। সেই গ্যাস পরিশোধন করে বিদ্যুৎ উপাদন করা হবে। রাজধানীর আমিন বাজার ময়লার ভাগাড়ের পাশে উত্তর সিটি কর্পোরেশনের ৩০ একর জমির উপর কেন্দ্রটি নির্মাণ করা হবে। কেন্দ্রর জন্য প্রতিদিন বর্জ্য সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন।
আজ বুধবার (১ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা শহর পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নিয়েছি। এতে ঢাকার উত্তরের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে। আমরা আশা করছি অন্য সিটি কর্পোরেশন এবং পৌসভাও আধুনিক এই উদ্যোগে সামিল হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দাম বেশি হলেও আমরা পরিবেশ সংরক্ষনে এই বিদ্যুৎ ক্রয় করছি। আমরা মনেকরি অন্যদেরও উত্তর সিটি কর্পোরেশনকে অনুশরন করা উচিত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা পরিবেশবান্ধব শহর গড়ে তোলার চেষ্টা করছি। তার প্রেক্ষিতে আজ এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে আমরা ঢাকা শহর থেকে তেল চালিত গাড়ি তুলে দিয়ে সেখানে বিদ্যুৎ চালিত গাড়ি যোগ করতে চাই।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কেন্দ্রটির মোট দুই হাজার ৮০০ কোটি টাকা অর্থায়নের জন্য সিএমইসিকে নয় মাস সময় দেয়া হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলে দুই বছর পর কেন্দ্রটি উৎপাদনে আসবে।
Be the first to comment