নিউজ ডেস্ক :
গ্যাসের পাইপ লাইনে কাজ করার জন্য মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হাতিরপুলসহ আশপাশের আরও বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৭ ডিসেম্বর) তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের জরুরি ‘টাই ইন’ কাজের জন্য ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর নর্থ সার্কুলার রোড, ভূতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তিতাসের আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
Be the first to comment