নিউজ ডেস্ক:
গাজীপুরে প্রায় এক হাজার অবৈধ আবাসিক ও দুই কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) দিনভর এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় কিছু অসাধু লোক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। গোপন সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এলাকার তিনটি পয়েন্টে ভ্রাম্যমাণ পরিচালিত হয়।
তিনি আরও জানান, অভিযানকালে আদালত দুই জনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ সময় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত দুই কিলোমিটার পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে নৃপেন্দ্র নাথ বিশ্বাস, তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহ নেওয়াজ লতিফ, প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ ও আমজাদ হোসেন (রাজস্ব), সহকারী প্রকৌশলী জাবের নূরানী, ও রাকিব হাসান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেনসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।
Be the first to comment