বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র স্রষ্টা এবং সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার ছেলে কাজী মায়মুর হোসেন বিবিসি বাংলাকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মি. হোসেন গত ১০ দিন যাবত ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী মায়মুর হোসেন জানিয়েছেন, তার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে মি. হোসেনের মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।
Be the first to comment