মফস্বল ডেস্ক:
অনেক অপেক্ষার পর অবশেষে রুমা উপজেলার মুনলাইপাড়ার বাসিন্দাদের ঘরে আলো এল। স্বাধীনতার ৫১ বছর পর বিদ্যুতের লাইন পেলেন এলাকাবাসী।
ঘরে ঘরে বিদ্যুৎ লাইন সংযোগের কাজ চলছে। রুমা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রাস্তার দুপাশে ৬৫টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এ পাড়াটি। চারদিকে সবুজ গাছপালা সাজানো-গোছানো ও সুশৃঙ্খল পরিবেশে নতুন বিদ্যুতের নতুন খুঁটিগুলো শোভা ছড়াচ্ছে। বিদ্যুতের লাইন পেয়ে খুশির জোয়ারে ভাসছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুতায়নের ফলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মানেও আধুনিকতার প্রত্যাশা এখানকার জনসাধারণের।
তবে শুধু এ দুটি পাড়াই নয়, ধীরে ধীরে পার্বত্য অঞ্চলের সব জায়গায় বিদ্যুতায়নের আওতায় আসবে বলে জানান বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান।
৯০ লাখ টাকা ব্যয়ে রুমার মুনলাই পাড়া ও ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নাইক্ষ্যংচড়ির দোছড়ি ইউনিয়নে বিদ্যুতায়নের কাজ সমাপ্ত করা হয়েছে।
Be the first to comment