আলোয় আলোকিত হতে যাচ্ছে নিঝুমদ্বীপবাসী

মফস্বল ডেস্ক:
অবশেষে বিদ্যুৎ পেতে যাচ্ছে নিঝুমদ্বীপবাসী
হাতিয়া নিঝুমদ্বীপবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন আজ।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) নিঝুমদ্বীপ খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হাতিয়া নিঝুমদ্বীপ বিদ্যুতের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। এতে করে দীর্ঘদিনের বিদ্যুৎ সুবিধা পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে হাতিয়া ও নিঝুমদ্বীপবাসীর

জানা যায়, নিঝুমদ্বীপ হাতিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ায় মোকতারিয়া ঘাট থেকে নিঝুমদ্বীপ খাল পর্যন্ত দেড় কিলোমিটার ১১ কেভি সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনের সভাপতিত্বে উক্ত ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করেন আয়েশা ফেরদাউস এমপি (আয়েশা আলী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া ও নিঝুমদ্বীপ শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইন্জিনিয়ার মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্লাহ, সাবেক মেয়র একেএম ইউসুফ আলী, জাহাজমারা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাছুম বিল্লাহ ও নিঝুমদ্বীপের ইউপি চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন।

হাতিয়া দ্বীপ-নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ করছে দেশ এনার্জি নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বিতরণ ব্যবস্থার দায়িত্বে থাকবে পিডিবি। এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মশিউর রহমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.