সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬ জন বার্ন ইনস্টিটিউটে

সিলিন্ডার বিস্ফোরণ

মফস্বল ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময়ে আগুন লেগে ১০ জন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দগ্ধদের মধ্যে ছয় জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আলীগঞ্জের বেপারীপাড়ায় গাড়িচালক আবদুল বাতেনের বাড়ির গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম জানান, আব্দুল বাতেন একটি গ্যাস সিলিন্ডার থেকে দুপুরে গ্যাস বের করছিলেন। এর পাশেই আলম নামে আরেকজন সিগারেট ধরালে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন– বাতেন (৫৫), হাসিনা মমতাজ (৪৭), জজ মিয়া (৫০) মো. আলম (৪০), আসমা বেগম (৪৫), তাহমিনা আক্তার (১৮), সাথী আক্তার (২০) ও তার মেয়ে হাফসা আক্তার (৬)। এ ছাড়াও বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শিশুসহ ৬ জনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। এর মধ্যে মো. আলম, জজ মিয়া ও হাসিনা মমতাজের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.