নিউজ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় প্রায় এক হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার চারাবাগ ও গৌরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে গৌরিপুর ও চারাবাগ এলাকায় একটি প্রভাবশালী মহল তিতাসের মূল লাইন থেকে বিভিন্ন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। যার ফলে বৈধ গ্যাস ব্যবহারকারীরা ঠিক মত গ্যাস পাচ্ছিলেন না। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। গ্যাস সংযোগ অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারীরা পালিয়ে যায়।
অভিযানকালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Be the first to comment