নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরী পাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
দগ্ধরা হলেন মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০), মো. নুর নবী (৫১) ও মো. ইউসুফ আলী (৪৯)। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপুরা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে পাঁচজন এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
Be the first to comment