নিজস্ব প্রতিবেদক :
পানি, বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিক সুবিধা পেতে সকলকে তার নগরীর ব্যাপারে যত্নবান হতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন ভাবে অন্তভুক্ত ১৮ টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অনুষ্ঠানে রোববার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে যেন নাগরিক দুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানান প্রধানমন্ত্রী।
এতে প্রসস্ত সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা সহ আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, মাটির নিচে দেয়া হবে সব ইউটিলিটি সার্ভিসের সংযোগ, স্বচ্ছ আলোর এলইডি সড়কবাতি স্থাপন ও গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান থাকবে। এছাড়াও পার্ক, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, বিনোদন কেন্দ্র তথা নাগরিক জীবনের সকল সুবিধাও রাখার কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী জানান, গুলশানে ১০ বিঘা জমি পাওয়া গেছে যেখানে শুধু মাত্র খেলার মাঠের জন্য নির্ধারণ করা হয়েছে
Be the first to comment