নিউজস ডেস্ক:
প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান।
রবিবার (১৩ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার সচিবালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতে আসেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান। এ সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের অপারেশন অ্যাডভাইজার গিসু মোহাদজার, সিনিয়র অপারেশন অফিসার বারবারা উইবার, প্রোগ্রাম লিডার রাজেস রোহাতজি, সিনিয়র এনার্জি স্পেশালিস্ট মোহাম্মদ আনিস উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য জ্বালানি, আঞ্চলিক বিদ্যুৎ বাজার, জ্বালানি বিনিময়, পলিসি রিফর্ম ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বব্যাংক অন্যতম উন্নয়ন সহযোগী। কিন্তু প্রকল্প বাস্তবায়নে অধিক সময়ক্ষেপণ করে। এ বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আমাদের নানাখাতে কিছু সংখ্যক দক্ষ পরামর্শক প্রয়োজন। বিশ্বব্যাংক এখানেও কাজ করতে পারে।
উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ বিভাগে ৫টি প্রকল্প চলমান। আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সঞ্চালন নেটওয়ার্ক বর্ধিতকরণ, ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিষ্কার জ্বালানির অংশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংকের কাজ করার সুযোগ রয়েছে
Be the first to comment