নিউজ ডেস্ক :
ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এরমধ্যে বাংলাদেশকে এলএনজি সরবরাহ অব্যাহত রাখবে কাতার।
রবিবার (১৩ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি এ আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডের মধ্যে কাতারে এ বছর ফিফা বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশে আরও বিনিয়োগের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী আশা করেন রাষ্ট্রদূতের সময়কালে দুদেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য আরও বেশি বৃদ্ধি পাবে।
Be the first to comment