নিজস্ব প্রতিবেদক :
সহসা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইচ্ছা নেই সরকারের। পরিস্থিতি সামল দিতে প্রয়োজনে সরকার জ্বালানিতে ভর্তুকি বাড়াবে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার (১৪ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে দেশের সবচেয়ে বড়, এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লউিপিজিসিএল) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে গত এক দশকে বিদ্যুৎ খাতের উন্নয়ন চিত্র তুলে ধরে নসরুল হামিদ বলেন, পায়রা বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক বিদ্যুৎকেন্দ্র।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার দেশে তেল-গ্যাসের দাম সহসাই বাড়াতে চায় না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় প্রতিদিন ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। যা মাসে আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি। এ চাপ কত দিন থাকে তা পর্যবেণ করছে সরকার। জ্বালানি ও বিদ্যুতের দাম না বাড়িয়ে কতদিন চলা যায় তা ভেবে দেখা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, তবে আরও বাড়লে তা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান শতভাগ বিদ্যুতায়েনের লক্ষ্যে দ্বীপ, পাহাড় এবং দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবল, সোলার সিস্টেম এবং ছোট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার বিষয়গুলো তুলে ধরেন।
বিসিপিসিএলের এমডি প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, মাত্র ৩৭ মাসে বিদ্যুৎকেন্দ্রটি (পায়রা) সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়।
এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক রিশান নসররুল্লাহর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচারক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপরে (স্রেডা) চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, এনডব্লউিপিজিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ এম খোরশেদুল আলম, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এবং এফইআরবির সদস্যরা উপস্থিত ছিলেন।
Be the first to comment