২১ মার্চ দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা

বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২১ মার্চ দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আজ সোমবার (১৪) বিদ্যুৎ ভবনের বিজয় হলে
ফোরাম ফর এনাজি রিপোটার্স অব বাংলাদেশ ( এফইআরবি) ও নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এর যৌথ উদ্যোগে আয়োজিত “মিট দ্যা প্রেস” এ তিনি এসব কথা বলেন।

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ এম খোরশেদুল আলমসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

নসরুল হামিদ বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫গুণ বেড়েছে। এখন ক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট। আগামীতে আরো ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র আসছে। দেশের চরাঞ্চলসহ প্রায় সব এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে পেরেছি আমরা। বিদ্যুৎ সরবরাহ এখন ৯৯ দশমিক ৮৯ ভাগ। যাকে শতভাগই বলা যায়। সারাদেশে এখন আমাদের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।

বিদ্যুৎ সচিব বলেন, আমরা দুগম এলাকায় বিদ্যুৎ দিতে পেরেছি এটা অনেক বড় বিষয়। সন্দ্বীপ, রাঙ্গাবালী, নিঝুম দ্বীপ, চরসোনারামপুরসহ প্রায় বেশিরভাগ চর এলাকায় আমরা বিদ্যুৎ পৌছে দিয়েছি।

পায়রা বিদ্যুৎকেন্দ্র নিমাণকারী প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, এটা বিশ্বে সম্ভবত সবচাইতে কম সময়ে স্থাপন করা কেন্দ্র।

স্বাধীনতার মাসে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির একটি কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান যাতে সফল হয় সেই আশা করছে সবাই। তিনি জানান, পায়রা থেকে আরো একটি সঞ্চালন লাইনের রূট করা হচ্ছে। যার মাধ্যমে খুলনা ও যশোরে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এতে এই কেন্দ্রের ৮০ থেকে ৮৫ ভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.