মফস্বল ডেস্ক:
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাইপ লাইন উদ্ধারসহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার চুলা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাসের সাভার জোনালের ম্যানেজার আবু সাদাত মো. সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আবু সাদাত মো. সায়েম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া এলাকার পালোয়ান পাড়ায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিকভাবে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মূল লাইনের সঙ্গে থাকা পাইপ কেটে দেয়াসহ বেশকিছু রাইজার ও চুলা জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
Be the first to comment