রশিদ মামুন :
প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৪৭ পয়দা নির্ধারণের সুপারিশ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) গঠিত কারিগরি কমিটি।
আজ গ্যাসের মুল্য সমন্বয়ের গণশুনানিতে কারিগরি কমিটি এই সুপারিশ করে।
২০২১-২২ অর্থবছরে (জুলাই- ডিসেম্বর) গ্যাসেএ প্রকৃত গড় নুল্য ঘনমিটারে ১২ টাকা ৫০ টাকা নির্ধারণ করেছে কমিশন।
পেট্রোবাংলা গ্যাসের ঘনমিটার প্রতি ১৫ টাকা ৩০ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে। এখন প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। অর্থাৎ প্রতি ঘনমিটারে ৩ টাকা ১১ পয়সা গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করলো কারিগরি কমিটি।
আজ সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম অডিটরিয়াম গ্যাস বিতরণ কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবিত দামের উপর গণশুনাঞ্জ গ্রহণ করছেন এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি)। শুনানিতে এই সুপারিশ করেছে মূল্যায়ন কমিটি। এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।
Be the first to comment