শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন আজ

বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যই পূরণ করতে চলেছে বিদ্যুৎ বিভাগ। আজ ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১৪৮টি। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। গত বছরের ২৭ এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭২৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা দেখিয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০০৯ সালের জানুয়ারিতে বিদ্যুতের উৎপাদন ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। আর ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত ১৩ বছরে উৎপাদন বেড়েছে ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ। শতাংশের হিসাবে ৯৯.৮৫ ভাগ। এটা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নসরুল হামিদ জানান, বর্তমানে ১৩ হাজার ২১৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এছাড়া ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদুৎ আমদানি করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.