নিউজ ডেস্ক:
উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচ বলেছেন,পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্থানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপি ৭৫টি নিজস্ব রীগ কাজ করছে; বাংলাদেশেও একটি রয়েছে। গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখায় উপদেষ্টা।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্থানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্থান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।
এ সময় উজবেকিস্থান নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সাথে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য যে, উজবেকিস্থানের জ্বালানি মন্ত্রী এ. সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি চিঠি দেন এবং উজবেকিস্থান ভ্রমনের আমন্ত্রণ জানান।
Be the first to comment