গ্যাস সংকট কমছে, কাল আসছে এলএনজি কার্গো

নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক:
বালি আসায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ বন্ধ হয়েছিল গত শনিবার রাতে। এতে ৪৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন কমে যায়। ফলে আবাসিক, শিল্প ও সিএনজি খাতে বড় ধরনের সংকট দেখা দেয়। রমজানে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক।

এই সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে দাবি করে জ্বালানি বিভাগ বলছে, শেভরনের মালিকানাধীন বিবিয়ানা থেকে এখন ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫ কোটি ঘনফুট এলএনজি ভর্তি কার্গো বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।
এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে এই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছে। এই সংকটকালীন সময়ে ধৈর্য ধারণ করায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.