সালদার পরিত্যক্ত কূপের নতুন স্তরে গ্যাস

নিজস্ব প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের পরিত্যাক্ত কূপ থেকে নতুন করে গ্যাস পাওয়া গেছে। কূপটিতে ওয়ার্কওভার করার মাধ্যমে নতুন এই গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স।

বাপেক্স জানিয়েছে, গত দুইদিন ধরে পরীক্ষামূলকভাবে এই স্তর থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এতে ৫০০ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। কূপটি থেকে প্রতিদিন ৪ থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে বাপেক্স।

জানা যায়, অনেকদিন আগে সালদা ২ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই সময় ২ হাজার ৪৩৫ মিটার মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। সেই স্তরের গ্যাস শেষ হলে বন্ধ হয়ে যায় কূপটি। তখন এই ক্ষেত্র থেকে প্রতিদিন ২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। এখন বাপেক্স মাটির নিচে আরও ১২০ মিটার খনন করে নতুন স্তরটি আবিষ্কার করেছে। নতুন স্তরটি ২ হাজার ৫৩৫ মিটার থেকে ২ হাজার ৫৪৫ মিটার পর্যন্ত পুরু।

বাপেক্স সূত্রে আরও জানা গেছে, এই কাজে বাপেক্স নিজস্ব অর্থায়ন ও কারিগরি প্রযুক্তি ব্যবহার করেছে। ৫ কোটি টাকার মতো খরচ হয়েছে।

বাপেক্সের একজন কমকর্তা জানান, এখন পরীক্ষামুলক হলেও খুব শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে আনা হবে কূপটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.