রশিদ মামুন:
এলএনজির সরবরাহ বাড়ায় শিল্পের উপর থেকে গ্যাস ব্যবহারে বিধি নিষেধ প্রত্যাহার করেছে সরকার। দেশে প্রথমবার শিল্পে গণ গ্যাস ব্যবহারের উপর এই বিধিনিষেধ সম্প্রতি জারি করা হয়েছিল।
তবে চার ঘন্টার ওই গ্যাস ব্যবহারে বিধিনিষেধে শিল্প উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাবের কথা আলোচিত হচ্ছিলো। ইতোমধ্যে ব্যবসায়িরা বলতে শুরু করেছিল এতে করে রপ্তানি বাণিজ্য হুমকিতে পড়বে। বিশেষে করে তৈরি পোশাক শিল্প মালিকদের সঙ্গে টেক্সটাইল শিল্প মালিকরা এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে আসছিল।
পেট্রোবাংলা থেকে আজ পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার থেকে গ্যাস ব্যবহারের উপর আর কোন বিধি নিষেধ থাকছে না। চব্বিশ ঘন্টাই গ্যাস ব্যবহার করতে পারবে শিল্প মালিকরা।
বৃহস্পতিবার পেট্রোবাংলা গ্রিডে ৭৫৮ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করছে। এ দিন বিবিয়ানা থেকেও ১১৯৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে সংকটের দুই জায়গাতেই সফলভাবে মোকাবেলা করতে পেরেছে পেট্রোবাংলা।
Be the first to comment