বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি উড়ানো থেকে বিরত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রবিবার (২৪ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইযে এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি উড়ানো থেকে বিরত থাকুন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটছে। এর কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নিজে সচেতন হোন, অন্যদেরকেও সচেতন করুন।

এদিকে একই দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) গণবিজ্ঞপ্তিতেও এই আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে শ্লোগান আকারে প্রথমে বলা হয়, বিদ্যুৎ লাইনের কাছাকাছি ‘ঘুড়ি’ উড়ানো পরিহার করুন, অনাকাঙ্খিত বিদ্যুৎ বিভ্রাট ও জানমালের ক্ষতির আশংকামুক্ত থাকুন।

আরও বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ঘুড়ি উড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বড়-ছোট বিভিন্ন আকৃতির এসব ঘুড়ি সমূহ অনেক সময় সুতা হতে ছিঁড়ে গিয়ে অথবা উড়ানোর সময়ই বিদ্যুতের সুউচ্চ টাওয়ার এবং তারের মধ্যে আটকে যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ৪০০ কেভি, ২৩০ কেভি এবং ১৩২ কেভি সঞ্চালন লাইনে আটকে থাকা ঘুড়ি/মোটা সুতা ঝড়বৃষ্টিতে ভিজে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।

এছাড়াও ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থাকলে এবং সেই সুতা জনবসতি এলাকায় পড়ে থাকলে বিদ্যুতায়িত হয়ে জানমালের অনাকাঙ্খিত ক্ষতির আশংকা রয়েছে। সারাদেশে চলমান কালবৈশাখী বা ঝড়বৃষ্টি মৌসুমে এ আশংকা ক্রমশ বাড়ছে।
তাই বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও টাওয়ার সমূহের কাছাকাছি স্থানে ঘুড়ি উড়ানো পরিহার করতে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.