নিজস্ব প্রতিবেদক :
পৌনে চার লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার
ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মাধ্যমে দুই লটে ৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকার। এ বাবদ সরকরের মোট ব্যয় হবে ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকা।
বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বিপিসি প্যাকেজ-এ ওবি ‘তে ইন্দোনেশিয়া পিটি বুমি সিয়াক পুসাকু জাপিন থেকে ৩ লাখ টন গ্যাস অয়েল ৩ হাজার ২৭৪ কোটি ৩২ লাখ টাকায় এবং প্যাকেজ-বি ‘তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৭৫ হাজার মেট্রিক টন (জেট এ-১) ৭৮০ কোটি ৬ লাখ টাকায় কিনবে। অর্থাৎ সর্বমোট ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব আরও বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে সিঙ্গাপুর থেকে মাইক্রোসফট ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯৯১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
Be the first to comment